সিলেট, ০৭ নভেম্বর (ইউএনবি)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৮-১৯ সেশনের ভর্তি ফি ৯৫০০ টাকার পরিবর্তে ৭৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার সকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলে বর্ধিত ভর্তি ফি ৩৯ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ অনুমোদন দেয়া হয়। ফলে নতুন বর্ষের শিক্ষার্থীদের ৭৫০০ টাকায় ভর্তি হতে হবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গত ৫ বছরের মুদ্রাস্ফীতির হার হিসেব করলে এ বছর ২৪ শতাংশ ফি বাড়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা ১০ শতাংশে রেখেছি।
গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়াই ২০১৮-১৯ সেশনের ভর্তি ফি বাবদ ৯৫০০ টাকা নিয়ে আসতে বলা হয়, যা গতবছরের তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি ছিল।
ভর্তি ফি বর্ধিত করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে মিছিল, সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দল।